
এমন দিন দেখলে খুশি হতেন বঙ্গবন্ধু
ফিরে যেতে হয় একাত্তরের যুদ্ধ শেষের দিনগুলোতে, যখন দেশের বেশির ভাগ মানুষের বাড়িতে খয়রাতি চাল না এলে চুলার আগুন জ্বলত না। চারদিকে বারুদের আর পচা লাশের গন্ধ। একদল বিদেশি সাংবাদিক পুরনো গণভবন চত্বরে বঙ্গবন্ধুকে প্রশ্ন করলেন, আপনার দেশ তো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, দেশের দুটি সম্পূর্ণ বন্দর অচল, একমাত্র বিমানবন্দর তেজগাঁও সীমিত আকারে চালু আছে, গুদামে এক ছটাক চালও নেই, ব্যাংকে নেই কোনো বৈদেশিক অর্থ, পাকিস্তান সেনাবাহিনী সব খালি করে দিয়েছে, ‘আপনি এই দেশকে কিভাবে আবার দাঁড় করাবেন।’