‘উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি’ হচ্ছে প্রথাগত কূটনৈতিক পদ্ধতির বিপরীতে সি চিন পিং সরকারের অনুসৃত চীনের আগ্রাসী পররাষ্ট্রনীতি। বিখ্যাত চীনা অ্যাকশন ফিল্ম ‘উলফ ওয়রিয়র ২’ থেকে টার্মটি নেওয়া হয়েছে। ঢাকায় সম্প্রতি এই কুটনীতির একটা প্রদর্শনী হয়ে গেল। চীনের রাষ্ট্রদূত সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া আর ভারতের সমন্বয়ে তৈরি হওয়া জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক বিশ্লেষকের কাছে এটা ছিল ‘নজিরবিহীন কাণ্ড’, কিন্তু চীনের কূটনীতির পদ্ধতি নিয়ে যাঁরা নিয়মিত খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, এটাই ‘উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি’।
You have reached your daily news limit
Please log in to continue
কোয়াড নিয়ে চাপা উত্তেজনা আর বৈশ্বিক চিপ-সংকট
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন