করোনায় যে ৫ লক্ষণ ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মে ২০২১, ০৯:৫৮
ডায়াবেটিস রোগীর জন্য করোনাভাইরাস আরও বেশি ভয়াবহ হতে পারে, তা প্রমাণিত। ডায়াবেটিস এমন একটি রোগ, যা করোনা আক্রান্তদের বিপদ আরও বাড়াচ্ছে। যদিও অন্যান্যরাও করোনায় আক্রান্ত হচ্ছেন, তবে ডায়াবেটিস রোগীদের শরীরে করোনার প্রভাব হতে পারে মারাত্মক।
রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকলে শরীরে ইনসুলিন কম উৎপাদিত হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। এ ছাড়াও শরীরের রক্তের গতি কমতে শুরু করে। তাই ডায়াবেটিক রোগীর পক্ষে কোভিডের সঙ্গে লড়াই করা কষ্টকর। এর প্রভাবে শ্বাসযন্ত্র, ফুসফুস এমনকি হৃদযন্ত্রও কার্যক্ষমতা হারাতে বসে।