
কভিড টিকা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি
বিশ্বব্যাপী বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে মোটা দাগে এ রকম একটি ঐকমত্য তৈরি হয়েছে, চলমান করোনা মোকাবিলায় টিকা নেওয়ার চেয়ে অধিকতর কার্যকর কোনো বিকল্প এই মুহূর্তে কাছে নেই। এপ্রিল মাস থেকে চলা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে গিয়ে টিকার গুরুত্ব নতুন করে সামনে এসেছে। করোনা টিকা সংগ্রহে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ছিল। গত ডিসেম্বরে বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত তিন কোটি কোভিশিল্ড টিকা সংগ্রহের চুক্তি করে।