![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frajshahi-20210523144551.jpg)
রামেকে করোনায় এক রাতে ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনায় এক রাতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ রোগীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
রোববার (২৩ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় এ পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।