জীববৈচিত্র্য সংকট সবাই মিলে সমাধান করতে হবে
গত ফেব্রুয়ারি (২০২১) মাসে যুক্তরাজ্য সরকার (ট্রেজারি বিভাগ) জীববৈচিত্র্যবিষয়ক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটির নাম ‘দ্য ইকোনমিকস অব বায়োডাইভার্সিটি : দ্য দাশগুপ্ত রিভিউ’। গ্রন্থটি মূলত জীববৈচিত্র্য অর্থনীতির ওপর একটি স্বাধীন বৈশ্বিক পর্যালোচনা (রিভিউ)। ৬০৪ পৃষ্ঠার বিশাল এই গ্রন্থটির লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর স্যার পার্থ দাশগুপ্ত। বইটির ভূমিকা লিখেছেন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক, তথ্যচিত্র নির্মাতা ও সম্প্রচারজগতের জীবন্ত কিংবদন্তি স্যার ডেভিড অ্যাটেনবার্গ। এই গ্রন্থটির মূল বার্তা হচ্ছে, প্রকৃতি সংরক্ষণের জন্য আমাদের চিন্তা, কাজ ও অর্থনৈতিক সাফল্য পরিমাপ করার পদ্ধতি পরিবর্তন করতে হবে।