আলোর দিশারী হয়ে এসেছিলেন শেখ হাসিনা
বাংলাদেশের রক্তমাখা ইতিহাসে কলঙ্কিত একটি দিন ১৫ আগস্ট ১৯৭৫। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করে দিতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিন সপরিবারে হত্যা করে কিছু বিপথগামী দুর্বৃত্ত সেনা সদস্য।
তাদের সহায়তা করে বেশ কিছু দেশের কূটনীতিক এবং গোয়েন্দা সংস্থা। এ সময় বিদেশে থাকার কারণে রক্ষা পান বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। কিন্তু পাকিস্তানপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনা সদস্যরা ক্ষমতায় থাকার কারণে বাবা এবং পরিবারের সদস্যদের লাশ দেখার সুযোগও হয়নি শেখ হাসিনা ও শেখ রেহানার। এ