COVID Home Isolation: কোভিড রোগীদের খাবার পৌঁছে দিচ্ছেন? কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন, জানুন...
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে (Covid Second Wave) টালমাটাল গোটা দেশ। এই পরিস্থিতিতে অনেকেই অনেকের পাশে থাকেছেন। অনেকেই এগিয়ে এসেছেন গরিবদের সাহায্য করতে। যাদের প্রয়োজন তার পাশে থাকতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। কোথাও খাবার গিয়ে সাহায্য করেছেন তো কোথাও কোভিড আক্রান্তদের (CoronaVirus) পাশে থেকে ওষুধপত্র, অক্সিজেন জোগাড় করে দিচ্ছেন।
করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে, করোনায় আক্রান্তদের সাহায্য করতে নিজের উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকেই। করোনায় আক্রান্ত (covid positive) রোগীদের কোয়ারান্টিন বা আইসোলেশনে থাকাকালীন খাবার সরবরাহ করছেন অনেকেই। আপনিও কি এরকম কোনও দায়িত্ব নিয়েছেন? করোনা রোগীর (covid positive) বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন? কঠিন সময়ে একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলেই হয়তো কঠিন অসুখকে সহজেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।