
করোনা আবহে ফুসফুসের যত্ন রাখবেন কীভাবে? টিপস দিচ্ছেন মালাইকা আরোরা
রোগ প্রতিরোধী ব্যবস্থার অন্যতম অঙ্গ হল ফুসফুস (Healthy Lungs)। শ্বাসের সঙ্গে যে সব দূষিত পদার্থ শরীরে ঢোকে তাদের বাইরে বার করে দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে। স্বাভাবিক ভাবেই ফুসফুসের (Healthy Lungs) কার্যকারিতা কমে গেলে সে কাজে ব্যাঘাত ঘটে। তার উপর এই মরসুমে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাস, তার প্রধান লক্ষ্যই হল ফুসফুস। কাজেই যে কোনও মূল্যে ফুসফুসকে (Healthy Lungs) সুস্থ রাখতে হবে।