শত পর্বে ‘খুশবু’, নাটকটি কেন আলোচনায়

প্রথম আলো প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ২১:১১

গ্রাম থেকে শহরে এসে টিকে থাকার লড়াই—এক তরুণীর সেই সংগ্রামের গল্প নিয়ে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে মেগা ধারাবাহিক খুশবু। জনপ্রিয় এই ধারাবাহিক পৌঁছে গেছে ১০০ পর্বের মাইলফলকে। আজ ৮ জানুয়ারি প্রচারিত হবে শততম পর্ব। টেলিভিশনের পর্দার পাশাপাশি অনলাইনেও আলোচনায় এসেছে নাটকটি। নতুন ও পরিচিত শিল্পীদের একসঙ্গে পাওয়া, এটিও দর্শকের আগ্রহ বাড়িয়েছে বলে মনে করছেন নির্মাতারা। তাঁদের ভাষায়, ধারাবাহিক নাটকের প্রতি দর্শকের আগ্রহ যে এখনো অটুট, খুশবু তারই প্রমাণ।


আতর তৈরি আর সুগন্ধির প্রতি ভালোবাসা থেকে বাবা মেয়ের নাম রাখে ‘খুশবু’। কিন্তু গ্রামের একটি দুষ্ট চক্রের চক্রান্তে বদলে যায় তার জীবন। বাবার ঋণ শোধ করতে শহরে এসে জড়িয়ে পড়ে এক নায়িকা খুনের মামলার জটিলতায়। পরে পোশাক কারখানায় কাজ নেয় খুশবু। সেখানে নারীশ্রমিকদের জীবনের টানাপোড়েন, লড়াই, স্বপ্ন আর বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়েই এগোয় গল্প। ধীরে ধীরে সে পোশাক কারখানার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটাও নিজের দায়িত্ব হিসেবে নেয়। পোশাকশিল্পের ভেতর-বাইরের বাস্তবতা, শ্রমিক-মালিক সম্পর্কের চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা—এসবই ধারাবাহিকটিতে উঠে এসেছে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনের সঙ্গে মিল থাকায় গল্পটি দর্শকের কাছেও সহজে পৌঁছেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের কারণে নাটকটি আলোচনায়, দর্শক টিভি ও ইউটিউবে দেখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও