You have reached your daily news limit

Please log in to continue


গোরস্থানে বিপ্লব

ইদানীং কী যে হয়েছে! ঘুম আসে না। ঘুমোতে চাই, কিন্তু ঘুমোতে পারি না। প্রতিটি রাতই যেন অমাবস্যা।

চাঁদের দিকে তাকিয়ে টের পেলাম আজ ভরা পূর্ণিমা। আজ রাতেও আমি নির্ঘুম। রাত বাড়তে থাকলে আমার শিকারে যেতে মন চায়। শুনেছি আমাদের হাজার বছরের আগের পূর্বপুরুষরা প্রতি পূর্ণিমা রাতে শিকারে যেতেন।

বোধহয় জিনগত প্রভাব মাথায় ভন ভন করে। মন উন্মত্ত হয়। রাত হলে আমি কাউকে কিছু না বলেই বেরিয়ে যাই। আজ বড্ড শীত শীত, শরীর হিম হিম। প্রকৃতি দেখতে বের হলাম। একটু হাঁটতেই দূরে প্রমত্তা নদীর ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছি। নদীর ঢেউ আছড়ে পড়ছে একেবারে নদীর পাড়ে। একদম কিনারে। শুনতে পাচ্ছি ঝপঝপ শব্দের মূর্ছনা। পূর্ণিমার আলো আজ নদীর জলকে করে তুলেছে আরও চকচকে। আরও মনোরম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন