অনেকটা হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গেছেন কেন উইলিয়ানসন সহ নিউজিল্যান্ড ক্রিকেট টিমের চার সদস্য। এর মাঝে রয়েছেন তিন জন ক্রিকেটার, অপরজন ফিজিও। তারা এখন কোথায় আছেন, কী করছেন, কিছুই জানে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)!
খোঁজ না পাওয়া তিন ক্রিকেটার হলেন কেন উইলিয়ামসন, কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার। ফিজিওর নাম টমি সিমসেকের।