পবিত্র রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। এই মাসে ধর্মপ্রাণ মানুষ রোজা পালনের পাশাপাশি সাধারণ দান-খয়রাত, ওয়াজিব সদকাকতুল ফিতর ও ফরজ জাকাত আদায় করে থাকেন। এবার সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৩১০ টাকা, সর্বনিম্ন ৭০ টাকা। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ ফিতরার পরিমাণ নির্ধারণ করা হলেও সাধারণ মানুষজন সর্বনিম্ন অঙ্কটিই দিয়ে থাকেন। কেউ কেউ বেশিও প্রদান করেন। এই সময়ে ৮ কোটি মানুষ গড়ে একশ টাকা করে ফিতরা দিলে ৮০০ কোটি টাকা। বাকি সাত কোটি মানুষ যদি এটা পায় সেটা ১০০ টাকার চেয়ে কিছু বেশি হতে পারে, যদিও এর বণ্টনে সমতা প্রত্যাশা করা যায় না।
You have reached your daily news limit
Please log in to continue
করোনাকালে জাকাত-সদকা দানে উদার হোন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন