'ভাঙ্গা পার্টি' যেভাবে তটস্থ রেখেছে বাংলাদেশের ডিজিটাল লেনদেন জগৎকে
দুজন যুবক গ্রামের একটি নির্জন স্থানে বসে একের পর এক মানুষকে বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি সেজে ফোন করছে। তারপর গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ক্রেডিট কার্ডের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন সব গুরুত্বপূর্ণ তথ্য। তারা মূলত প্রতারণার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট কার্ডের অর্থ আত্মসাৎ করছিল।
নেটফ্লিক্সের একটি ভারতীয় টিভি সিরিজ 'জমতারা' যারা দেখেছেন, তাদের কাছে দৃশ্যটি পরিচিত লাগার কথা। সিরিজটির প্রথম পর্বের প্রথম দৃশ্যই ছিল এমন।
ঢাকার পুলিশ বলছে, বাংলাদেশেই রয়েছে এমন কিছু গ্রাম যেগুলোতে পাওয়া যাবে হুবহু জমতারার এই দৃশ্যপট।
মূলত ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলা, পার্শ্ববর্তী রাজবাড়ির বালিয়াকান্দি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কিছু গ্রামের কথা জানাচ্ছে পুলিশ, যেখানকার অনেক অধিবাসীরা পুলিশের ভাষায় 'এভাবে অর্থ হাতিয়ে নেয়াকে অপরাধ বলেই মনে করেন না'। ঢাকায় পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের কাছে এদের কোডনেম 'ভাঙ্গা পার্টি'।