![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhoume-20210504152726.jpg)
ঈদের আগেই ঘর সাজানোর সহজ কৌশল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মে ২০২১, ১৫:২৭
করোনা মহামারির দাপট বাড়ায় এবারও ঘরেই ঈদ উদযাপন করতে হবে। আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। রমজানের শেষের দিকে এবার ঘর সাজানো-গোছানোর পালা। যেহেতু ঘরেই ঈদের দিনটি কাটাতে হবে, তাই এখন ঘরের রূপ পাল্টে ফেললে মন্দ হয় না।
এখন যেহেতু গরমকাল, তাই ঘরে সামার লুক দেওয়া জরুরি, যেন অন্দরমহলে নিজেকে বন্দি মনে না হয়। ঘরের যেদিকেই তাকাবেন; সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে ঘরটি।