কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘করোনাভাইরাস মহামারি’ আগেও এসেছিল!

জাগো নিউজ ২৪ নাসরীন মুস্তাফা প্রকাশিত: ০৪ মে ২০২১, ০৯:৫৫

মানুষ বেঁচে থাকলে বদলায়! কোভিড-নাইন্টিন ভাইরাসের আক্রমণ হজম করে বেঁচে যাওয়া মানুষও বদলে যাচ্ছে! কীভাবে? মৃত্যুঞ্জয়ী এই মানুষদের কোষে ভাইরাস কি কোনো ছাপ রাখছে না? রাখছে। অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনাজয়ী মানুষদের শরীরে, যা করোনাপূর্ববর্তী মানুষের শরীরে ছিল না। এই মহামারি মানুষের মাঝে পরিবর্তন ঘটাচ্ছে, এ কথা কি বলা যায় না? মহামারি সামলে ওঠা মানুষ ভিন্নতর মানুষ হয়ে উঠছে।


আজ থেকে ২৫ হাজার বছর আগে পূর্ব এশিয়ার মানুষের এরকম পরিবর্তন ঘটেছিল। তখনো এক মহামারি এসেছিল। যারা বেঁচে ছিলেন, তাদের কোষে ছাপ রেখেছিল সেকালে মহামারি ঘটানো ভাইরাস। সেই ভাইরাস কোভিড-নাইন্টিন ভাইরাস হতে পারে, আবার করোনাভাইরাসের কোনো এক জ্ঞাতী গোষ্ঠীও হতে পারে। বিজ্ঞানী মহলে এখনকার জোর আলোচনা কিন্তু এ-ই। ‘করোনাভাইরাস’ মহামারি অন্ততঃ আরও একবার এসেছিল পৃথিবীতে। কমপক্ষে ২৫ হাজার বছর আগে পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই মহামারি। অনেকে মারা পড়লেও বেঁচে থাকা মানুষগুলোর কোষে রয়ে গেল ভাইরাসের ঘটিয়ে দেওয়া পরিবর্তন। কল্পবিজ্ঞানের পালে হাওয়া লাগিয়ে প্রশ্ন করা যায়, ২৫ হাজার বছর পর আবার মহামারি ছড়াতে জেগে ওঠেনি তো মানুষের কোষে সুপ্ত থাকা সেই ভাইরাসের ‘বংশধর’?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও