
করোনাকালে মনুষ্যত্বের পুনর্জন্ম
সারা বিশ্ব বর্তমানে অস্তিত্বের সংকটে ভুগছে একটি অজানা অণুজীবের দাপটে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন কভিড-১৯, সাধারণ মানুষ জানে তাকে করোনা বলে। এই একটি অজানা অণুজীব বা ভাইরাস সারা বিশ্বের সব মানুষকে জাতি-ধর্ম-বর্ণ-বিশেষে নতজানু করে দিয়েছে। বিশ্বের বড় বড় পরাশক্তি কত হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষ মারার মারণাস্ত্র বানানোর জন্য; কিন্তু মানুষকে বাঁচানোর জন্য এই অর্থের ক্ষুদ্র পরিমাণও যদি তারা ব্যয় করত তা হলে বিশ্ব আজ এই অণুজীবের কাছে পরাস্ত হতো না।