![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fimrul-20210502202836.jpg)
কিছু কিছু সময় জাতীয় দলের বাইরে থাকা ভালো : ইমরুল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ মে ২০২১, ২০:২৮
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এক সময়ের অন্যতম সফল ওপেনার ইমরুল কায়েস। বিশেষ করে ওয়ানডেতে। সেই সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়ানডে খেলেছিলেন ইমরুল। এরপর আর এই ফরম্যাটের জার্সি ওঠেনি ইমরুলের গায়ে। টেস্টও খেলেছেন সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে।
মাত্র কয়েকদিন আগে জাগো নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরুল জানিয়েছিলেন, তিনি জাতীয় দলে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন। তবে তখন তিনি একটা আক্ষেপও জানিয়েছিলেন। বলেছিলেন, তারা যারা দল থেকে বাদ পড়েন, তাদের ফেরার পথটা মসৃণ থাকে না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে