ভ্লাদিমির পুতিনের ফাঁকা বুলি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বার্ষিক ভাষণ হুমকি-ধমকিতে ভরা। মনে হয় তিনি যেন নিজেকেই আশ্বস্ত করতে চান। তিনি পশ্চিমাদের শুধু সীমা লঙ্ঘন করতেই নিষেধ করেননি, এ ঘোষণাও করেছেন যে সীমাটাও ঠিক করে দেবেন তিনিই। ভাবখানা এমন যেন রাজনীতিবিদ নন, বরাবরই তিনি একজন স্রষ্টা, অতীতে সীমা–পরিসীমা সব তিনিই নির্ধারণ করেছেন।
পশ্চিম নয়, মনে হচ্ছে যেন নিজের সঙ্গেই শক্তি পরীক্ষার লড়াইয়ে নেমেছেন তিনি। যে ইউরোপীয় ইউনিয়ন হাঙ্গেরিকেই সামলাতে পারে না, তার শক্তি রাশিয়ার জন্য হুমকি, পুতিনের এ ইঙ্গিত খুব কম লোকই বিশ্বাস করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেলায়ও এটি প্রযোজ্য। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুশ সহায়তায় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে এগুলো মনে হয় আরও বেশি প্রতীকী। নতুন নিষেধাজ্ঞার ফলে দুদিনের জন্য রুশ রুবলের মূল্য পড়ে গিয়েছিল, তারপরই দাম ধাই করে বেড়ে যায়।