![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgayle-20210430214946.jpg)
গেইল-রাহুলের ঝড়ে পাঞ্জাবের বড় সংগ্রহ
ক্রিস গেইল ঝড় তুললেন। এরপর নামল ধস। সেই ধসের মধ্যে দাঁড়িয়ে লড়লেন অধিনায়ক লোকেশ রাহুল। আস্তে আস্তে দলকে এগিয়ে নিলেন। শেষের দিকে গিয়ে হাতও খুললেন। সবমিলিয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ পেয়ে গেছে পাঞ্জাব কিংস।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না পাঞ্জাবের। ২১ বলের উদ্বোধনী জুটিতে মাত্র ১৯ রান উঠতেই সাজঘরের পথ ধরেন প্রভসিমরান সিং (৭ বলে ৭)। এরপর দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল আর লোকেশ রাহুলের ৮০ রানের জুটি।