লকডাউন, দারিদ্র্য ও নতুন দারিদ্র্য
এখন সারা দেশে কঠোর লকডাউন চলছে। এর আগের সপ্তাহেও লকডাউন ছিল, তবে অনেক মুখপাত্র এই শব্দটি পাল্টে বলেছেন বিধিনিষেধ। কার্যত ঐ সময় ট্রেন ও আন্তঃজেলা বাস সার্ভিস ছাড়া অন্যান্য সব কাজই আগের মতো চলছিল। করোনার দ্বিতীয় ঢেউ আক্রান্ত মানুষ ও মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি করে চলেছে, তার লাগাম টেনে ধরতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শে এই অবরুদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে।