বিধানসভা নির্বাচন নিয়ে দুটি জল্পনা
কী হলে কী হবে অতি বড় নির্বাচন বিশেষজ্ঞের পক্ষেও ভবিষ্যদ্বাণী করা শুধু কঠিন নয়, এক কথায় অসম্ভব।
তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে দুটি সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনা চলছে। ১. বিপুল ভোটে জিতে বিজেপি এ রাজ্যের মসনদে বসতে চলেছে। ২. কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ত্রিশঙ্কু বিধানসভায় এমএলএ কেনাবেচার মধ্য দিয়ে কোনো একটি দল ক্ষমতায় আসবে। সে ক্ষেত্রেও নিঃসন্দেহে বিজেপির পাল্লা ভারী। টাকার অঙ্কে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা শুধু ভারতে কেন, দুনিয়ায়ও কোনো দলের আছে কি না সন্দেহ ।