মুক্ত গণমাধ্যম কি অধরাই থেকে যাবে

প্রথম আলো হেলাল মহিউদ্দীন প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ২০:৪১

‘যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’ অমর্ত্য সেনের এই অনুধাবন বেশ পুরোনো। বিশেষত বর্তমান সময়ের বিচারে। জঁ দ্রেজ ও অমর্ত্য সেন হাঙ্গার অ্যান্ড পাবলিক অ্যাকশন (ক্ষুধা ও জনকর্মসূচি) নামের বইটি লিখেছিলেন ১৯৮৯ সালে।


উদাহরণ হিসেবে তাঁদের সময়ের সোমালিয়া বা ইথিওপিয়া খানিকটা এলেও মূল আলোচনার প্রয়োজনে তাঁরা পেছনের ইতিহাসই টেনেছেন বেশি। যেমন পঞ্চাশের মন্বন্তর এবং বাংলাদেশের ১৯৭৪ সালের দুর্ভিক্ষ। অমর্ত্য সেন টের পেয়েছিলেন স্বাধীন গণমাধ্যম–সম্পর্কিত এই অনুধাবন সেকেলে হতে চলেছে। তিনি ১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং গুণীজনদের আসরে স্বাধীন গণমাধ্যমের শক্তির নতুন নতুন ডালপালার সন্ধান দিতে থাকলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও