![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F5c5803db-b88b-4aae-947e-bb128cd73811%252Fonline_oporadh.jpg%3Frect%3D0%252C91%252C4800%252C2520%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা থেকে হেরোইন উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট ট্রাকের চাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শহীদ ফিরোজ চত্বর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করে পুলিশ। ট্রাকটির অতিরিক্ত চাকার ভেতরে এসব হেরোইন লুকানো ছিল।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে ফিরোজ চত্বর এলাকায় একটি খালি মিনি ট্রাক মহাসড়কের পাশে হেরোইন নিয়ে দাঁড়িয়ে ছিল, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ট্রাকটির অতিরিক্ত টায়ারের ভেতর থেকে তিনটি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হেরোইন উদ্ধার
- ট্রাক
- চাকা
- বাংলাদেশ পুলিশ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে