তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

সমকাল মাসুদ সিদ্দিকী প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১০:২৩

মহাজগতের তুলনায় আমাদের গ্রহের অবস্থান অতি নগণ্য। তেমনি নগণ্য একটি জাতির ৫০ বছরের ইতিহাস। কিন্তু আমাদের স্বাধীনতা ছিল এক অনন্য ও বিশেষ ধরনের, যা অন্যান্য দেশের সঙ্গে তুলনীয় নয়। আমাদের স্বাধীনতা এসেছে এক সাগর রক্তের বিনিময়ে। অনেক সম্ভাবনা ও আশা নিয়ে। আমাদের সংগ্রামের ইতিহাস স্বাধীনতার জন্য চরম ত্যাগ ও তিতিক্ষার গৌরবদীপ্ত কাহিনি। স্বাধীনতাই যে বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য, সেটা জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জানিয়ে দিয়েছিলেন।


২৫ মার্চ মধ্যরাত থেকে শুরু হয় ইতিহাসের সর্বাপেক্ষা গণহত্যা অভিযান। বঙ্গবন্ধুকে বন্দি করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে বঙ্গবন্ধু চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার অর্থ যুদ্ধ ঘোষণা। পরবর্তী পদক্ষেপ হলো ১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার প্রতিষ্ঠা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও