বাংলাদেশের প্রথম সরকারের শপথ নেবার মাহেন্দ্রক্ষণ
মুজিবনগর সরকার, প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার- যে নামেই ডাকা হোক না বা পরিচিতি পেয়ে থাক, পঞ্চাশ বছর আগে জাতির জীবনমরণ সন্ধিক্ষণে, অস্তিত্ব ধ্বংসায়োজনের মুহূর্তে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে প্রতিষ্ঠিত করেছিল বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হানাদার কবলিত দেশকে সশস্ত্র লড়াই, রক্ত আর প্রাণের বিনিময়ে মুক্ত করেছে। হাজার বছর ধরে বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, নিপীড়িত, ঘুমন্ত ও পশ্চাৎপদ জাতিকে সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে যুদ্ধ জয়ের নিশানায় পৌঁছে দিয়েছিল সাড়ে সাতকোটি মানুষের সমর্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই একাত্তর সালে।