You have reached your daily news limit

Please log in to continue


আবার ফিরে আসবে আনন্দহিল্লোল

অনাদিকালের প্রাকৃতিক পরিক্রমের রহস্য উদঘাটিত হয়নি। বৈশাখের উপস্থিতির দিন-ক্ষণ-ইতিহাসে অজ্ঞাত। তবে মাসটির সাড়ম্বর আগমন মানুষকে জানিয়ে দেয় তার ভৈরব আচরণের স্বরূপ।

মানুষ স্বভাবতই শক্তিমানকে সমীহ করে। সাধারণত ভয়ে, কখনো শ্রদ্ধায়। কে জানে বৈশাখের প্রলয়ংকরী রূপ দেখে ইতিহাসের কোন প্রদোষকালে চৈত্রসংক্রান্তিতে আবাহন করা হয়েছিল বৈশাখকে। এটা প্রাচীন হলেও আজকের বর্ষবরণ বা পহেলা বৈশাখের আনন্দ-উৎসবের সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় খুব পুরনো নয়।

দেশভাগের আগে আমরা পহেলা বৈশাখে দেখেছি, প্রতিবেশী সনাতন সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে শুচি-শুভ্র আলপনার শিল্পকর্ম, আর ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের সামনে আমপাতার ঝালর। মনে হতো যেন ‘আনন্দ ধারা বহিছে ভুবনে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন