মার্কিন গণতন্ত্রে হস্তক্ষেপ করলে আরও ব্যবস্থা নেব : রাশিয়াকে বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করা এবং সাইবার হামলার কারণে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পর বাইডেন এ কথা বলেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
জো বাইডেন হোয়াইট হাউসে বলেন, ‘আজ আমি রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তাকে তাঁদের কৃতকর্মের ফলস্বরূপ বহিষ্কারসহ কয়েকটি পদক্ষেপের অনুমোদন দিয়েছি।’