এশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা কবজা করতে মরিয়া ট্রাম্প

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে লাঞ্চের সময় বৈঠকে বসেন। সেখানে আলোচনার কেন্দ্রে ছিল কীভাবে জাপান আলাস্কায় গ্যাস উত্তোলন এবং এশিয়ার মিত্র দেশগুলোতে তা রপ্তানির লক্ষ্যে এক দশক আগের একটি প্রস্তাব বাস্তবায়নে সহায়তা করতে পারে। ট্রাম্প এবং তাঁর জ্বালানি বিষয়ক বিশেষ প্রতিনিধি ডগ বার্গাম এই উদ্যোগকে মধ্যপ্রাচ্য থেকে জাপানের জ্বালানি আমদানির বিকল্প এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের উপায় হিসেবে উপস্থাপন করেছেন।


প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার এটি ছিল প্রথম বৈঠক। তিনি মূলত মার্কিন শুল্ক থেকে সুরক্ষা পাওয়ার আলোচনাতে বেশি আগ্রহী ছিলেন। আলাস্কা এলএনজি প্রকল্পের সম্ভাবনা নিয়েও আশাবাদী ছিলেন। যদিও প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে খোদ জাপানের মধ্যেই সংশয় রয়েছে। তবুও প্রধানমন্ত্রী ইশিবা প্রেসিডেন্ট ট্রাম্প এবং বার্গামকে জানান যে, জাপান ৪৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পে আগ্রহী। তবে, এই আলোচনার বিস্তারিত প্রকাশ্যে আনা হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও