বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকা দিল্লির ‘লেডি ডন’ জয়া খান অবশেষে ধরা পড়েছেন।
কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী জয়াকে গ্রেপ্তার করা হয়েছে ২৭০ গ্রাম হেরোইন বহনের জন্য, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় এক কোটি রুপি।
এনডিটিভি লিখেছে, ৩৩ বছর বয়সী জয়া দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকলেও বরাবরই গ্রেপ্তার এড়াতে পেরেছেন। কারাগারে থাকা স্বামীর অপরাধ সাম্রাজ্য পরিচালনা করলেও এই নারী তার অবৈধ কর্মকাণ্ডের প্রত্যক্ষ প্রমাণ রাখেননি।