কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশ বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি

ইত্তেফাক ড. এনায়েত করিম প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১০:৫৪

উচ্চশিক্ষায় শিক্ষিত করাসহ পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।


প্রতিবেশী দেশ ভারত ও চীনে একাধিক পুলিশ বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে এ ধরনের স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত। ফলে এদেশের পুলিশ সদস্যরা বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ তাদের পেশাগত দক্ষতা অর্জন থেকে।


এ নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুপ্ত দাবী রয়েছে। কিন্তু, সার্ভিস রুলের কারণে তারা খুলে বিষয়টি বলতে পারছেন না হয়তো।


সেনাবাহিনীর ন্যায় পুলিশ বাহিনীতে চাকরি পেতে বা পেশা হিসেবে পুলিশ বাহিনীকে বেছে নিতে কোনো প্রাক-প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা বাংলাদেশে এখনো চালু হয়নি। যারা পুলিশের চাকরিতে একবার ঢুকেছেন, তাদের জন্য নিজ বাহিনীর মধ্যে তেমন কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায়, একদিকে যেমন তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না, তেমনি তাদের অনেকে নিজেদের গড়ে তুলতে পারছেন না উচ্চশিক্ষিত করে। যদিও বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা এখন প্রায় সোয়া ২ লাখ অতিক্রম করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও