মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা
উৎসবপ্রিয় বাঙালির মন ভালো নেই। করোনা মহামারি তাদের একঘরে করেছে। সেই যে এক বছর আগে মরণ থাবা বসিয়েছিল প্রাণঘাতী ভাইরাস কোডিভ-১৯; এখন তা নানা মাত্রায় বেড়ে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মৃত্যু আর বিভীষিকার মধ্যে আমাদের নিত্য বাস।