You have reached your daily news limit

Please log in to continue


মাতৃভাষা, সংবিধান ও উচ্চ আদালত

ভারতবর্ষে ইংরেজদের প্রথম কলোনি বাংলা-বিহার-উড়িষ্যায় আধুনিক বিচারব্যবস্থার সূচনা করে ইংরেজ প্রশাসন। ইংল্যান্ডে প্রচলিত কমন লর আদলে বিভিন্ন আইন 'কোডিফাই' করে এ অঞ্চলে বিচারকার্যের যাত্রা শুরু। আর অবশ্যম্ভাবীরূপে ম্যাজিস্ট্রেট মুন্সেফি আদালত থেকে হাইকোর্ট- সর্বত্র ইংরেজি ভাষায় রায় লেখা হতো। অন্য কোনো দেশীয় ভাষায় রায় লেখার কথা তখন কেউ চিন্তাও করেনি।

১৯৪৭ সালে 'দ্য ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স অ্যাক্ট' অনুসারে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। স্বাধীনতার পর অধস্তন আদালতের বিচারকদের অনেকেই বাংলায় রায় লেখা আরম্ভ করেন। এখন অধস্তন আদালতের আইনগত কর্মকাণ্ড বাংলা ভাষাতেই সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭' প্রণীত হয়। আইনটির প্রস্তাবনায় সংবিধানের ৩ অনুচ্ছেদ উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন