জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : গৌরবের কীর্তি পেরিয়ে
লাল ইটের রাস্তা, ছোট ছোট দালান, সারি সারি সবুজ গাছ, জলাশয়ে লাল শাপলা; পাখিদের কিচিরমিচির, শিক্ষার্থীদের হইচই আর শীতের মৌসুমে অতিথি পাখির ঝাঁক; বর্ষায় ঝুম বৃষ্টি আর যদি বসন্ত হয় তাহলে নিশ্চিত সবুজের অন্দরে পাওয়া যাবে শত ফুলের রঙিন আলপনা—এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেনা দৃশ্যপট। বিশ শতকের শেষ বছরটিতে আমরা যখন পড়তে এসেছিলাম, তখন এভাবেই তাকে চিনেছিলাম।
মনে পড়ে, লাল ইটের রাস্তা বেয়ে ঝাউগাছ পেরুতে পেরুতে প্রথম যেদিন রিকশায় করে ক্যাম্পাসে ঢুকছিলাম সেদিন মনে হচ্ছিল এখানেই আমাকে পড়তে হবে; মনে হচ্ছিল এরকম একটা জায়গাই আমি যেন খুঁজছিলাম; মনে আরণ্যক আশ্রম, শান্তিনিকেতন। তারপর একে একে পেরিয়ে গেছে সাতাশটি বছর। ছাত্র-শিক্ষক—দুই পরিপ্রেক্ষিত থেকেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেখেছি। দুই যুগ আগে আমাদের চোখেমুখে ছিল প্রশ্নহীন মুগ্ধতা। এখন তার দিকে তাকাই রাগ ও অনুরাগ, মিলন ও বিরহের অনিবার্য যৌথতায়।