নিভে গেল নক্ষত্র

সমকাল ফরিদ হোসেন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১১:৪৭

এখন তো শুধুই হারিয়ে যাওয়ার সময়। প্রিয়জনের আলিঙ্গনমুক্ত হয়ে, আপনজনের কাকুতি-মিনতি প্রত্যাখ্যান করে, জীবনের অঙ্গনে যত ভালো যত মন্দ, হাসি-কান্না, রাগ-বিরাগ- সবকিছু পেছনে ফেলে চিরকালের জন্য হারিয়ে যাওয়া। এটাই হলো অতিমারি করোনাকালের বাস্তবতা। আর এই নিষ্ঠুর বাস্তবতার পথ ধরেই চিরকালের জন্য হারিয়ে গেলেন হাসান শাহরিয়ার, আমাদের অতি প্রিয় শাহরিয়ার ভাই; ৭৭ বছর বয়সে।


২০১৮ সালের ২৫ এপ্রিল (তার জন্মদিন), 'হাসান শাহরিয়ার, সাংবাদিকতায় জীবন্ত কিংবদন্তি' শিরোনামে একটি পুস্তক প্রকাশিত হয়েছিল বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মীজানুর রহমান শেলীর সম্পাদনায়। সেই শিরোনাম থেকে 'জীবন্ত' শব্দটি আজ ঝরে পড়ল। শনিবার তিনি করোনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজধানীর একটি হাসপাতালে। করোনাজনিত মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, যিনি একজন সুদক্ষ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন; দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে। তার সম্পর্কে আজ খুন মনে পড়ছে পরলোকগত লেখক, গবেষক ও শিক্ষানুরাগী আনিসুজ্জামান স্যারের কথা। তিনি লিখেছিলেন, 'বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে হাসান শাহরিয়ার এক উজ্জ্বল নক্ষত্রস্বরূপ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও