You have reached your daily news limit

Please log in to continue


আমলাদের সংবিধান লঙ্ঘন

ব্রিটিশ পার্লামেন্ট সম্পর্কে বহুল প্রচারিত এবং জনপ্রিয় একটি কথা আছে। কথাটি হলো, ‘ব্রিটিশ পার্লামেন্ট, একজন নারীকে পুরুষ এবং একজন পুরুষকে নারীতে রূপান্তর ছাড়া সবকিছু করতে পারে।’ সম্ভবত সংসদীয় গণতন্ত্রের পরিধি এবং ক্ষমতার বিশালতা বোঝাতেই এ রকম মন্তব্য প্রচলিত হয়েছে। বাংলাদেশে এখন এ উক্তির ভিন্ন ও নতুন সংস্করণ দেওয়া যায়। এ দেশের আমলাতন্ত্র নারীকে পুরুষ এবং পুরুষকে নারীও বানাতে পারে। ব্রিটেনের আদলেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রচলিত। কিন্তু সংসদের ক্ষমতা ও কার্যকারিতা কতটুক তা সবাই জানে।

সংসদীয় গণতন্ত্রের মোড়কে বাংলাদেশে এখন আমলাদের শাসন দৃশ্যমান। মুজিববর্ষ উদ্্যাপন থেকে করোনা মোকাবিলার নির্দেশনা সবই পরিচালিত হচ্ছে আমলাতন্ত্রের নিপুণ হাতে। তারা সব বিষয়ে পন্ডিত, বিশেষজ্ঞ। তাদের অজানা কিছু নেই। তারা পারেন না এমন কোনো কাজ বাংলাদেশে নেই। সর্বশেষ বাংলাদেশের আমলাতন্ত্র এক অসাধারণ আবিষ্কারের জন্য পুরস্কৃত হতেই পারে। বাংলাদেশ ৫ এপ্রিল থেকে লকডাউনে আছে। এ এক অদ্ভুত লকডাউন। এ রকম লকডাউন বিশে^ খুঁজে পাওয়া যাবে না। তাই একে বিরল প্রজাতির লকডাউন বলা ভালো। এ লকডাউনের ঘোষণায় রাষ্ট্রের আইন ও সংবিধান মানা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন