![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkalapara-pic2-marrige-ho-20210409194659.jpg)
বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাংস
- সংঘর্ষ
- বিয়ে বাড়ি
- হাসপাতালে ভর্তি