![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/08/1739034297-7d419087fdd948ed2330c4df1c2e3259.jpg)
সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই
ফরিদপুরের সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে চার কৃষকের বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে পুরুরা মৃধাপাড়া গ্রামের আহম্মেদ মোল্যার বসতঘরের পাশে বসে গ্যাসলাইট নিয়ে খেলছিল ২-৩ জন শিশু।
একপর্যায়ে ওই শিশুদের হাতে থাকা গ্যাসলাইটের ফায়ারে আহম্মদ মোল্যার ঘরের বেড়ায় আগুন ধরে যায়। পরে ওই আগুন আশপাশের বসতঘরসহ রান্নাঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আহম্মদ মোল্যার ৪টি, আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি, আমিনুর মোল্যার ১টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাসা বাড়িতে অগ্নিকাণ্ড