রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসস্তূপ থেকে রড বের করতে আজ শনিবারও হাতুড়ি চালিয়েছেন ভাঙারি শ্রমিকরা। হাতুড়ির আঘাতে ওড়া ইট-সুরকির গুঁড়া ও বালুতে আচ্ছন্ন বাড়ির প্রাঙ্গণ। এর মধ্যে চলেছে উৎসুক মানুষের উঁকিঝুঁকি।
আজ শনিবার দুপুরে ৩২ নম্বরে গিয়ে দেখা গেছে রড সংগ্রহকারীদের তৎপরতা। মূল ভবনটির সামনের অংশের ধ্বংসস্তূপের ওপর ২-৩ জন করে গোল হয়ে বসে হাতুড়ি চালাচ্ছিলেন। এক দেড় হাত করে রড বের হলেই তা হেক্সো ব্লেড দিয়ে কেটে নিচ্ছিলেন তাঁরা।
কামরাঙ্গীরচর থেকে ভ্যান নিয়ে এসেছেন ফয়সাল ও শামীম নামের দুই তরুণ। দুজনেই প্যান্টের ওপর কোমরে গামছা বেঁধে কংক্রিটের ওপর হাতুড়ি মারছিলেন। ফুটপাতসংলগ্ন পাকা চত্বরের মেঝেতে তাঁরা রডের সন্ধান পেয়েছেন। তার অর্ধেক তুলে ফেলেছেন প্রায়। রড তুলছেন আর বস্তায় ভরছেন।
হাতুড়ি পেটার ফাঁকে ফাঁকে এই প্রতিবেদক তাঁদের সঙ্গে কথা বলেন। ফয়সাল বললেন, লোহার পুরান রডের ভালোই দাম পাওয়া যায়। তাই তাঁরা কামরাঙ্গীরচর থেকে এসেছেন।