![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bdnews24/2023-10/cec74047-3854-4174-9b5f-6fde30f2bada/bnp_clash_noya_polton_281023_32.jpg)
পুলিশের নিরপেক্ষতা, জবাবদিহিতা বাড়াতে জোর সংস্কার কমিশনের
পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে জোর দিয়ে পৃথক পুলিশ কমিশন গঠনসহ বলপ্রয়োগ, আটক, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে আমূল পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন।
একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষায় আইন প্রণয়ন এবং র্যাবের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদনে।
শনিবার প্রকাশ করা এ পূর্ণাঙ্গ প্রতিবেদনে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের পূর্ণ ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
এদিন পুলিশসহ প্রথম দফায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছিলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। ওই সময় প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ
- জবাবদিহিতা
- নিরপেক্ষতা
- সংস্কার