‘লকডাউন’ নিয়ে মানুষ সঠিক বার্তা পাচ্ছে না
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় সরকার স্ববিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি মনে করেন, সরকারের এই স্ববিরোধী অবস্থান মহামারির প্রথম থেকেই, যেজন্য লকডাউন নিয়ে মানুষ সঠিক বার্তা পাচ্ছে না। ড. হোসেন জিল্লুর পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রধান নির্বাহী এবং বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারপারসন। সম্প্রতি ঘোষিত ‘লকডাউন’ এবং জনজীবন প্রসঙ্গ নিয়ে জাগো নিউজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মিলিত হয়েছেন তিনি।