জীবন আর জীবিকার সমন্বয়!
করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধে সারাদেশে কঠোর নিষেধাজ্ঞা চলছে। তবে সরকার যতটা গর্জেছে, বর্ষণ ততটা হয়নি।
৭ এপ্রিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে। যেভাবে আগাচ্ছে তাতে যেকোনো সময় শপিং মল খোলার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
সবকিছুই চলছে স্বাভাবিকভাবেই। অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার তো বটেই এমনকি সল্প সময়ের জন্য খোলা আছে বইমেলাও। করোনার সংক্রমণ যেভাবে প্রতিদিন রেকর্ড গড়ছে, তাতে কঠোর কোনো একটা ব্যবস্থা ছাড়া উপায় ছিল না, এটা বিশেষজ্ঞরা বলছিলেন অনেকদিন ধরেই।