১৭টি প্রাণ, আনন্দভ্রমণ ও ‘একটি মানবিক বিয়ে’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিলেন। তার এই আগমনকে কেন্দ্র করে সারাদেশে হেফাজত ইসলাম ব্যাপক বিক্ষোভ করেছিল। মোদির সফরকে প্রতিহত করার আগাম ঘোষণা দিয়ে সারাদেশে বিশেষত ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকায় যে সহিংস ঘটনা ঘটে সেগুলোতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এই ঘটনায় হেফাজতের দাবি ২০ জনের মৃত্যু হয়েছে। সংখ্যার হিসাবে মৃত্যু যাই হোক প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক এবং সরকারি-বেসরকারি যে সম্পদহানি হয়েছে সেটাও উল্লেখের দাবি রাখে। এইধরনের ঘটনা যেকোনো মানুষকে পীড়িত করবে। আমাদেরকেও করেছে, আমরা চাই না এমন দুঃখজনক ঘটনা আর ঘটুক, একই সঙ্গে দাবি করি প্রত্যক্ষ-পরোক্ষ দোষীদের যথাযথ শাস্তির।