
প্রতারণা: চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে মামলা
প্রতারণার মাধ্যমে পাঁচ তারকা হোটেল প্রকল্পের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা নিয়ে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের বিরুদ্ধে।
ওই হোটেল প্রকল্পের প্রায় ৭৭ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় পি কে হালদারের সঙ্গে তার চার সহযোগীকেও আসামি করা হয়েছে।
রোববার চট্টগ্রামের মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন আব্দুল আলিম চৌধুরী (৫০) নামের এক ব্যবসায়ী। যিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকার প্রতিষ্ঠান ক্লইস্টন গ্রুপের মালিক।