
ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত কেউ করলো না
আবার ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসলীলা সংগঠিত হয়েছে। ২০১৬ সালের আগেও এখানে হেফাজত এবং স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠী আন্দোলন সংগ্রামের নামে রেললাইন, রেলস্টেশন এবং কিছু স্থানে আক্রমণ করেছিল। সেই সময়ে এসব নিয়ে দেশে তীব্র প্রতিবাদ হয়। তবে অতীতের সকল আক্রমণের ক্ষয়ক্ষতির চেয়ে এবার ২৬ ও ২৮ মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব, ধ্বংসলীলা, অগ্নিসংযোগ এবং নগরীর নানা স্থাপনার ওপর বর্বরোচিত আঘাত করা হয়েছে- সেটি এক কথায় নজিরবিহীন।