হেফাজত তোষণের আত্মঘাতী রাজনীতি
বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কি তবে হেফাজতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? তারাই মূল রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে? স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের প্রতিবাদ-বিক্ষোভ এবং এর রেশ ধরে দেশের বেশ কয়েকটি স্থানে ব্যাপক সহিংসতার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি সৃষ্টি হয়েছে। হেফাজতের নেতাকর্মীরা কিন্তু শুধু প্রতিবাদ-বিক্ষোভেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি, তারা রীতিমতো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জ্বালাও-পোড়াও-ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, হরতাল, সড়ক অবরোধ সবই করেছে। অন্যদিকে, হেফাজতের বিক্ষোভ নিয়ন্ত্রণে গুলিতে বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে। অনাকাক্সিক্ষত এই ঘটনায় যেন হেফাজতের শক্তিমত্তা আর রাষ্ট্র পরিচালনাকারীদের দুর্বলতাই প্রকাশিত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে