
সুবর্ণজয়ন্তীতে রক্তপাত কি এড়ানো যেত না
কোনো দিন ভাবিনি, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জীবদ্দশায় দেখব। কিন্তু সৃষ্টিকর্তার পরম দয়া, সরাসরি না হলেও ঘরে বসে টিভির পর্দায় দুটিরই উদ্যাপন কিছুটা হলেও দেখেছি। অনুষ্ঠানগুলো বর্ণাঢ্য ও গর্ব করার মতো। দুটো কারণে আমাদের মতো সাধারণ মানুষের এতে অংশগ্রহণের মতো অবস্থা বা সুযোগ ছিল না । প্রথমত, করোনার পুনঃ আক্রমণ এবং অত্যধিক মাত্রায় নিরাপত্তাব্যবস্থা। ১০ দিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যেহেতু উপমহাদেশের চারজন রাষ্ট্র ও সরকারপ্রধান এসেছিলেন, তাই নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর, ফলে আমার মতো সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়াও সম্ভব হয়নি। আলাদা কোনো একটা ব্যবস্থা করতে পারলে অনুষ্ঠানমালা হয়তো আরও সর্বজনীন হতো, হতো আরও উপভোগ্য।