মামুনুল হকের মিথ্যাচার!
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক একজন নারীকে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে বেড়াতে গেছেন, আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সঙ্গের নারী তার বিয়ে করা স্ত্রী, নাকি বন্ধুর স্ত্রী; সেটা নিয়েও আমার কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশের দুজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ পারস্পরিক ভালো লাগা ও সম্মতির ভিত্তিতে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার এবং রিসোর্টে থাকার অধিকার রাখেন। আমি মানুষের ব্যক্তি স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সঙ্গী বেছে নেয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। যেভাবে তাকে আটক ও হয়রানি করা হয়েছে, আমি সারাজীবন এ ধরনের সোশ্যাল পুলিশিংএর বিরুদ্ধে। তবে মামুনুল হকরা যে বাংলাদেশ কায়েম করতে চান; সেখানে কিন্তু 'আমগোর শহীদুলের বউ' মানে বন্ধুর স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়া মারাত্মক অপরাধ, জেনা, ব্যভিচার। মামুনুল হকের ভাগ্য ভালো, সেই দেশ এখনও কায়েম হয়নি, হলে এতক্ষণে মামুনুল হককে পাথর ছুঁড়ে মারা হতো।
রয়েল রিসোর্ট কেলেঙ্কারির মূল বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটি ছোট পয়েন্ট বলে নেই। প্রথম কথা হলো, মামুনুল হক একজন নারী নিয়ে রিসোর্টে গেছেন। এটা একটা বড় স্বস্তির খবর। তার মানে তিনি স্বাভাবিক যৌন জীবনে বিশ্বাসী। এটা বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের জন্য একটা বড় স্বস্তির খবর। আশা করি মামুনুল হকের অনুসারীরা তাকে অনুসরণ করবেন এবং মাদ্রাসার ছেলেগুলো রেহাই পাবেন।