ইডিপাসের গল্প এবং বাংলাদেশ
প্রাচীন গ্রিসের একটি রাজ্যে ইডিপাস খুবই মহানুভব রাজা ছিলেন। সব সময় তিনি প্রজাদের কল্যাণের কথা ভাবতেন এবং প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন। তথাপি তার রাজ্যে দুর্ভিক্ষ, খরা, বন্যা লেগেই ছিল। সব দেখেশুনে রাজা ইডিপাস তার রাজ্যের সব পণ্ডিতকে ডাকলেন। বললেন, আমি সবসময় প্রজাদের কল্যাণের জন্য এত কাজ করি; তারপরও আমার রাজ্যে এত ঝড়-বন্যা-দুর্ভিক্ষ কেন? আমি তো কোনো পাপ করিনি। আপনারা পাঁজি-পুথি ঘেঁটে বলে দিন, আমি কী করেছি, যার জন্য এই শাস্তি।