কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই অন্ধকার থেকে বেরোতে হবে

কালের কণ্ঠ একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১২:২৭

দেশের অগ্রগতি-উন্নয়ন নিয়ে যতই আনন্দে থাকি না কেন, স্বস্তি কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেক কিছুরই আধুনিকায়ন হচ্ছে। ডিজিটাল অগ্রগতি হচ্ছে। কিন্তু রাজনীতির অঙ্গনে গুণগত তেমন পরিবর্তন আসছে না। বরং অ্যানালগ ধারা মরচে পড়ে আরো অকার্যকর হচ্ছে। রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করার মতো মানসিক দৃঢ়তা কোনো পক্ষের রাজনীতিকদের মধ্যেই দেখা যাচ্ছে না।


ক্ষমতায় যাওয়া ও থাকার অন্ধকার পথ খুঁজে বেড়ায় সব পক্ষ। এসব আচরণ গণতন্ত্রের জন্য ভীষণ ক্ষতিকর। শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্রের পথ মসৃণ হয় না। বাংলাদেশে এখন কার্যত তেমন বিরোধী দল নেই। আপাতদৃষ্টিতে শক্তিশালী আওয়ামী লীগ ও এর সরকারেরই উচিত ছিল শক্তিশালী বিরোধী দল বেড়ে উঠতে দেওয়া। তাহলে নৈরাজ্য সৃষ্টি করা নানা দল-মতের উত্থান ঘটে না। সরকারপক্ষকে পরিপূর্ণ মনোযোগে একটি প্রতিপক্ষের দিকে নজর রাখলেই চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও